Home » » বাংলাদেশ সীমান্তে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তুলবে মিয়ানমার!

বাংলাদেশ সীমান্তে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তুলবে মিয়ানমার!

মিয়ানমারের আরাকান পার্লামেন্টে এবার বাংলাদেশকে দেয়াল দিয়ে আড়াল করার প্রস্তাব উঠেছে। তারা বলছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ইটের প্রাচীর নির্মাণ করা হবে। গত সপ্তাহে বুথিডং থেকে নির্বাচিত ইউএসডিপি সংসদ সদস্য উ জ মিন্ট ওই প্রস্তাব এনেছেন। এর ওপরই গত সোমবার বিতর্ক হয়। তিনি বাংলাদেশ থেকে বার্মাকে পৃথক করার একটি নীল নকশা পেশ করেন। তার প্রস্তাবনা অনুযায়ী ত্রিশ থেকে চল্লিশ ফুট উঁচু ইটের দেয়াল দু’দেশকে বিভক্ত করে রাখবে। এই দেয়াল  চওড়ায় হবে পাঁচ থেকে ১০ ফিট।
মিয়ানমারের ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) আরাকান প্রদেশের আঞ্চলিক আইনসভায় গত সোমবার এ প্রস্তাব তুলেছে। ইউএসডিপি ২০১০ সালের ২রা জুন একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। এটি বর্তমানে বিরোধী দল হিসেবে বিবেচিত হলেও তারা বর্মী সরকারের সাবেক গণসংগঠন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উত্তরসূরি।
আনুষ্ঠানিকভাবে ২০১৩ সাল পর্যন্ত এ দলটির প্রধান ছিলেন বার্মার সাবেক প্রেসিডেন্ট থেইন সেইন। এই দলটির সদর দপ্তর নেপি’ডতে অবস্থিত। ২০১০ সালের নির্বাচনে ইউএসডিপি কম সুদে ঋণ সুবিধা দিয়ে মধ্য বার্মা ও রাখাইন রাজ্য থেকে দলীয় সদস্য সংগ্রহ করেছিল। ২০১০ সালের সাধারণ নির্বাচনে এই দলটি সংসদের মোট ১১৫৪ আসনের মধ্যে ৮৮৩ আসনে জয়লাভ করেছিল। অন্যান্য অঙ্গরাজ্যে তারা সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাখাইনের আঞ্চলিক আইন সভায় তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইউএসডিপি সংসদ সদস্য উ জ মিন্ট তার পরিকল্পনা তুলে ধরে সংসদে বলেছেন, পশ্চিমের গণতন্ত্রে এরকম দেয়াল নির্মাণকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তিনি যুক্তি তুলে ধরে বলেন যে, এর ফলে মিয়ানমারে অবৈধ বিদেশি অনুপ্রবেশ প্রতিহত করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর প্রায় দুই হাজার মাইল দীর্ঘ সীমান্তে দেয়াল নির্মাণের রূপকল্প দিয়েছেন। উল্লেখ্য যে, ট্রাম্পের ঐ প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবং তা শুধু আর্থিক ও লজিস্টিকসের দিক থেকে অসমর্থনযোগ্য প্রস্তাব হিসেবেই নয়, ট্রাম্পের প্রস্তাবকে অমানবিক হিসেবেও গণ্য করা হয়েছে।
অনলাইন পত্রিকা দি ইরাওয়ার্দিকে দেয়া সাক্ষাৎকারে আরাকান আইনসভার তিনজন সদস্য ইউএসডিপির প্রস্তাবকে সমর্থন করেছেন। মিনবিয়া টাউনশিপ আসনের সংসদ সদস্য  উ হলা অং নিয়ন্ত এর সত্যতা নিশ্চিত করেছেন।
আরাকানের আঞ্চলিক মন্ত্রিসভার নিরাপত্তা এবং সীমান্তবিষয়ক মন্ত্রী হলেন কর্নেল হতেইন লিন। তিনি উল্লেখ করেছেন যে, রাখাইন সংসদের স্পিকার ঐ প্রস্তাবটি নথিভুক্ত করেছেন। এবং ব্যাখ্যা করেছেন যে, তারা কিভাবে মং ডু টাউনশিপে রাখাইন রাজ্যের সীমান্তকে সুরক্ষা দিতে পারেন। এ এলাকাটি গত অক্টোবরে বর্মী পুলিশ ফাঁড়িতে সশস্ত্র আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর ধারাবাহিকতায় মিয়ানমারের সামরিক বাহিনী ‘পরিচ্ছন্ন’ অপারেশন শুরু করেছিল।
রাজ্যের সীমান্ত মন্ত্রী কর্নেল লিন এটাও স্পষ্ট করেছেন যে, দেয়াল নির্মাণে ইট ব্যবহার করা যেতে পারে। বিষয়টিকে তারা সম্পূর্ণরূপে নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে দেখছেন। তিনি আরো উল্লেখ করেছেন যে, রাখাইনের রাজ্যে সরকার বর্তমানে মং ডুতে বাংলাদেশ ও তাদের সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন। এ পদক্ষেপ অবশ্য দেশটির পূর্ববর্তী ইউএসডিপি নেতৃত্বাধীন সরকার শুরু করেছিল।
কর্নেল লিন আরো জানিয়েছেন- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার প্রায় ১২৭ মাইল সীমান্তে ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে। সীমান্তে টহল দেয়ার রুটগুলোকে ২০০ মাইলের মূল সড়ক এবং ৫২টি সীমাস্ত ফাঁড়ির সঙ্গে যুক্ত করা হবে। কর্নেল লিন আরো বলেছেন, ‘যে নতুন প্রস্তাব এসেছে আমি তার বিরোধিতা করছি না। কারণ আমাদের কাজ চলমান রয়েছে। সুতরাং আমি আমার বক্তব্য শুধু রেকর্ডে রাখতে চাই।’ সংসদ সদস্য অং নিয়ন্ত বলেন, ইউএসডিপির নেতা জ মিন্ট তার ওই যুক্তি ইতিমধ্যে মেনে নিয়েছেন।  
গত সপ্তাহের অক্টোবরে হামলার দৃষ্টান্ত দেখিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষগুলো উক্ত বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছে। গত সপ্তাহে দেশটির সীমান্ত পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল থুরা সেন লিউন মিডিয়াকে বলেছেন, মুসলিম অধ্যুষিত মং ডু সীমান্তে রাখাইনের সাতটি জাতিগত সম্প্রদায়কে দেয়াল নির্মাণ করে অধিকতর নিশ্চয়তা দেয়া হবে। এর লক্ষ্য হবে রাখাইনে বৌদ্ধ জনসংখ্যা বৃদ্ধি করা। Manabzamin.com 29.12.2016

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates