Home » » কার কারণে নায়িকা হলেন মৌসুমী?

কার কারণে নায়িকা হলেন মৌসুমী?

বাংলাদেশি সিনেমায় মৌসুমীর অভিনয়ের ২৩ বছর পার হতে চলল। এই সময়ে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। অভিনয়গুণে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রিয়দর্শিনী নায়িকার নাকি সিনেমায় আসারই কথা ছিল না, যদি শাবনাজ-নাঈম চলচ্চিত্রে না আসতেন। ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় ‘চাঁদনী সন্ধ্যায়’ কথাগুলো বলেন মৌসুমী।
শাবনাজ-নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ মুক্তির ২৫ বছর পূর্তি হলো। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল ‘চাঁদনী সন্ধ্যায়’। শাবনাজ-নাঈমদের সমসাময়িক শিল্পী থেকে শুরু করে এ প্রজন্মের বেশির ভাগ নায়ক-নায়িকা উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠানের একপর্যায়ে শাবনাজ-নাঈমের অনুরোধে স্বামী ওমর সানিকে নিয়ে মঞ্চে ওঠেন মৌসুমী। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বললেন, ‘আমি তখনো চলচ্চিত্রে নাম লেখাইনি। শাবনাজ আপু তখন দারুণ জনপ্রিয় নায়িকা। তাঁর সবকিছুই ছিল অনুকরণীয়। তাঁর অভিনয়নৈপুণ্য, ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করত। তাঁকে দেখেই সাহস পেয়েছিলাম সিনেমায় অভিনয়ের। তিনিই আমার অনুপ্রেরণা।’
একটি সিনেমা নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখানো মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর থেকে এখনো সমানতালে কাজ করে চলছেন এই নায়িকা।

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates