বছরজুড়ে বিশ্ব ফ্যাশনে নানা ধরনের পোশাক দেখা গেছে। বিনোদন, খেলাধুলা থেকে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন—এমন নারী তারকাদের মধ্য থেকে ব্রিটিশ ভোগ অনলাইন ১০ জনকে বেছে নিয়ে একটি তালিকা তৈরি করেছে। যাঁদের পোশাক ও রুচিশীল ফ্যাশন নিয়ে চর্চা চলেছে সারা বছর।
রিয়ানা পপ তারকাদের স্টাইল নিয়ে আলোচনা করবেন, অথচ রিয়ান্নার নাম থাকবে না, তা হয় না। প্রাচীন স্থাপত্যের নকশায় শার্ট থেকে গুচির স্পেশাল ট্রাকস্যুটের মতো নানা ধরনের পোশাক আছে রিয়ান্নার ব্যক্তিগত সংগ্রহে। ২৮ বছরের এই তারকা এরই মধ্যে নিজের একটা স্টাইল লাইনআপ তৈরি করে ফেলেছেন।


0 comments:
Post a Comment