Home » » ১০ কোটি রুপি দাবি মালাইকার

১০ কোটি রুপি দাবি মালাইকার

এ বছরই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খানের। আনুষ্ঠানিকতাই এখন অপেক্ষায় রাখছে দুজনকে। শুধু তাই নয়, পারিবারিক আদালতে শরণাপন্নও হয়েছে আরবাজ মালাইকা। জানা গেছে, বিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তির জন্য ১০ কোটি রুপি দাবি করেছেন মালাইকা। এমন খবরই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, মালাইকা যে অর্থ দাবি করছেন তার পরিমাণ কমপক্ষে ১০ কোটি রুপি। তিনি এর কমে বিচ্ছেদের বিষয়টি নিষ্পত্তি করবেন না। তারপরেও অনেক বিষয় থেকে যায়। এখন দেখার বিষয় মালাইকা-আরবাজ কত তাড়াতাড়ি এ বিষয়ে সমঝোতায় পৌঁছান। উল্লেখ্য, ১৯৯৮ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পরিচয় হয় মালাইকা ও আরবাজের। এরপরই তাদের বিয়ে হয়। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে এ জুটির আরহান খান নামে একটি পুত্র সন্তান রয়েছে। চলতি বছরের মার্চেই আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ির ঘোষণা দেন তারা। এ জুটির ছাড়াছাড়ি ঠেকাতে অনেক চেষ্টা করেছেন তাদের আপনজনরা। তবে তাতে কোনো সুফল মেলেনি। ॥

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Blog Archive

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates