Home » » কাটরিনার নতুন লক্ষ্য

কাটরিনার নতুন লক্ষ্য

মিডিয়া থেকে নিজেকে সবসময়ই গুটিয়ে রাখতে পছন্দ করেন বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ। শুধু তাই নয়, হিন্দি ভাষায় অনেকটা দুর্বল তিনি। যে কারণে অনেকবারই সমালোচনায় পড়তে হয়েছে কাটরিনাকে। আর তিনিই এবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তা হিসেবে উপস্থিত হবেন। অবাক হওয়ার মতো হলেও এটাই সত্যি। এবার কাটরিনার গন্তব্যস্থল অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেখানে বক্তা হিসেবে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউডের জেরেমি আয়রনস্‌, রবিন রাইট ও অ্যানালিন ম্যাককর্ডসহ নামিদামি তারকারা। অবশ্য কাটরিনা নিজেকে যতই গুটিয়ে রাখুন না কেন, নিজের স্বাচ্ছন্দ্যের ভাষায় কথা বলার সুযোগ হলে যে তিনিও উত্তর দিতে পারেন তা কফি উইথ করণ শো-তে এসেই দেখিয়ে দিয়েছেন। কফি উইথ করণে এত উচ্ছ্বল এবং রসবোধযুক্ত কাটরিনাকে আগে কেউ চিনতেন না। যাই হোক এখন বালউডে শুধু একটাই খবর, তা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তা হচ্ছেন কাটরিনা। সমপ্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমেও নিজেকে যুক্ত করেছেন তিনি। আর এবার তার নতুন লক্ষ্য অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তা হওয়া।

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Blog Archive

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates