Home » » চঞ্চলা মেয়ে সাবিলা

চঞ্চলা মেয়ে সাবিলা



 এতটা ভালোবাসায় সিক্ত হবেন এমনটি কখনও ভাবনায় আসেনি। অথচ এখন হচ্ছে। রাস্তায় নামলে চারপাশের অনেকেই আঙ্গুল তুলে বলছেন ওই দেখ টিভির সেই মিষ্টি মেয়েটি। ঢঙ্গী মেয়েটি। এতে ভালোই লাগে মেয়েটির। নিজের পরিচয়টা অন্যদের কাছে শুনতে কার না ভালো লাগে। এতে উৎসাহ আসে। আগামীতে আরও ভালো কিছু করার উৎসাহ। তাই বয়স খুব বেশি না হলেও তারকাখ্যাতির ভারে দায়িত্বটা বেশ ভালোই চেপে বসেছে সাবিলা নূরের কাঁধে। এই দায়িত্ব চেপে বসার কারণেই যাচ্ছে তাই নাটকে অভিনয় করছে না সে। বেশ বেছে বেছেই কাজ করছে বলে জানালেন এ তরুণতুর্কি। বিজ্ঞাপনের মডেল হিসেবে ২০১০ সালে মিডিয়া জগতে যাত্রা সাবিলা নূরের। এ আসাটা একেবারে পরিকল্পনা ছাড়াই। কারণ মাত্র সাড়ে তিন বছর থেকে নাচের ওপর শিক্ষা নিয়েছেন সাবিলা। তাই নাচ নিয়েই তার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেটি আর হল কই? কিছুটা চঞ্চলা আর সুন্দরী হওয়ায় অনেকেই তাকে নাচের বাইরে নাটক ও বিজ্ঞাপনের কাজ করার পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শেই ফটোশুট করে জমা দেন বেশ কয়েকটি বিজ্ঞাপন সংস্থার কাছে। ব্যস, এতেই সৌভাগ্যের বর আশীর্বাদ দিয়ে দিলেন সাবিলাকে। শুটিং করলেন প্রথম বিজ্ঞাপনটির। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। টানা চার বছর শুধু বিজ্ঞাপনের মডেল আর টিভি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। চার বছর পর নতুন পথ অভিনয়ে নাম লেখান তিনি। ঈদ উপলক্ষে নির্মিত রেদোয়ান রনির ‘ইউটার্ন নাটক দিয়ে নতুন পথে যাত্রা শুরু তার। প্রথম প্রথম নাটকে অভিনয়ের পরই তার মধ্যে আগামী সম্ভাবনা দেখতে পান অনেকেই। ফলাফল যা হবার তাই। একেরপর এক কাজ ভিড়তে থাকে সাবিলার তীরে। যা ভিড়ছে এখনও। কাজের এত ব্যস্ততার ফাঁকেও পড়াশোনাটা দিব্বি চালিয়ে নিচ্ছেন তিনি। বর্তমানে নর্থসাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন এ উঠতি তারকা। নিজেকে অভিনয়ের একেবারে প্রাথমিক শিক্ষার্থী হিসেবেই পরিচয় দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় মাত্র শুরু আমার। বলা যায় অভিনয়ের প্রাথমিক শিক্ষাটাই এখন পাচ্ছি। অনেক দূর যেতে হলে আমাকে অভিনয়ের আরও অনেক কিছুই রপ্ত করতে হবে। সে চেষ্টাই করছি আমি।’ নাটকে নিয়মিত হল সবেমাত্র। তাই সিনেমার প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। তবে এখনই ছবিতে আসতে চাইছেন না তিনি। জানিয়েছেন, চলচ্চিত্র আমার বিশাল এক ক্যানভাস। এই বিশাল ক্যানভাসে যেতে হলে প্রস্তুতিটিও বিশাল হতে হবে। অন্যথায় ছিটকে পড়তে হবে। তাই আগে নিজের প্রস্তুতি পর্ব শেষ করে নেই। যখন মনে হবে সিনেমার জন্য আমি সব দিক থেকেই প্রস্তুত তখনই চলচ্চিত্রে অভিনয়ে আসব।’ আপাতত নিজেকে অভিনয়ের শিক্ষার্থী হিসেবে টিভি পর্দাতেই রাখতে চাচ্ছেন। তবে বেশিদিন হয়তো লাগবে না। বড় পর্দায় হাজির হয়ে যেতে পারেন এ সাবিলা। সে জন্য ভক্তদের তো কিছুটা সময় অপেক্ষায় থাকতেই হবে

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates