Home » »

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের বাসায় গেছেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। শুক্রবার সকাল ১১টার দিকে গণমাধ্যমকে এড়িয়ে মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় যান আইভী। সেখানে আইভী ও সাখাওয়াত পরস্পরকে মিষ্টি মুখ করান। এসময় নগর পরিচালনায় ও উন্নয়নে সাখাওয়াতের সহযোগিতা কামনা করে আইভী। আইভীকে অভিনন্দন জানিয়ে তার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন সাখাওয়াত। খবর পেয়ে সাখাওয়াতের বাসায় যান গণমাধ্যম কর্মীরা। এসময় আইভীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নের কাজ এগিয়ে নিতে চান তিনি। এজন্য ওয়ার্ড কাউন্সিলর সহ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হয়। রাতেই নারায়ণগঞ্জ ক্লাবে রিটার্নিং অফিসার ১৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এতে নৌকা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট পান সেলিনা হায়াৎ আইভী। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates