Home » » প্রথমবারের মতো শীর্ষ ১০-এ মোস্তাফিজ

প্রথমবারের মতো শীর্ষ ১০-এ মোস্তাফিজ

প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ উঠলেন মোস্তাফিজুর রহমান। আর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের একনম্বর স্থানের গৌরবটা সাকিব আল হাসানের। সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ টপকে তালিকার দশ নম্বরে অবস্থান বাংলাদেশের এ তরুণ পেসারের। তিন ধাপ টপকে তালিকায় বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান রয়েছেন ১১ নম্বরে। টি-টোয়েন্টি বোলিংয়ে মোস্তাফিজের সংগ্রহ ৬৪৩ র‌্যাঙ্কিং পয়েন্ট আর সাকিবের ৬৩৬।  সর্বশেষ আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার কুড়ান বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজ। আর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে  বোলারদের শীর্ষ ১০-এ জায়গা নিয়ে প্রতিক্রিয়ায় আইসিসিকে মোস্তাফিজুর রহমান বলেন, একজন খেলোয়াড়ের ধারাবাহিকতা ও নৈপুণ্যের অবস্থাটা প্রকাশ পায় র‌্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো নিজেকে এ তালিকার শীর্ষ ১০-এ দেখতে পেয়ে আমি আনন্দিত ও অনুপ্রাণিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে র‌্যাঙ্কিংয়ের ১ পয়েন্ট কাটা পড়লো বাংলাদেশের। ৭২ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তালিকার ১০ নম্বরে। আর বাংলাদেশের বিপক্ষে সাফল্য নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সংগ্রহ ১২৯ র‌্যাঙ্কিং পয়েন্ট। ১২৩ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে  সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে ১ উইকেট নেন  মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে  ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫.৫৬ গড়ে মোস্তাফিজের শিকার ২৩ উইকেট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫/২২ ফিগারটি তার ক্যারিয়ার সেরা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৭৪০ পয়েন্ট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির।
ওয়ানডের একনম্বর অলরাউন্ডার সাকিব
এক সময় আইসিসির তিন ফরমেটের ক্রিকেটেই একনম্বর অলরাউন্ডারের গৌরব ছিল সাকিব আল হাসানের। পরে জায়গা ছাড়তে হয় সাকিবকে। তবে সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের মর্যাদাটা সাকিবেরই। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পেছনে রেখে সিংহাসন সাকিবের দখলে। এতে সাকিবের সংগ্রহ ৩৩৭ ও ম্যাথিউসের ৩৩৫ পয়েন্ট। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান রয়েছেন তালিকার ৬ নম্বরে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিবের সংগ্রহ ৬৪৩ পয়েন্ট। ৭১৬ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেস তারকা ট্রেন্ট বোল্ট। আইসিসির টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। সাকিবের সংগ্রহ ৪০৫ পয়েন্ট। আর ৩৮৮ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির শীর্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এতে সাকিব আল হাসানের সংগ্রহ ৩৪৭ র‌্যাঙ্কিং পয়েন্ট।

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates