Home » » বিএনপি থেকে এমএ হাসেমের পদত্যাগ

বিএনপি থেকে এমএ হাসেমের পদত্যাগ

বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন শিল্পপতি ও সাবেক এমপি এমএ হাসেম। গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি পাঠিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সত্যিকার অর্থে আমি ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পর এবং ৮ম সংসদের মেয়াদকাল পর্যন্ত এমপি থেকে শখের বশবর্তী হয়ে রাজনীতি করিনি। রাজনীতি করেছি শুধুমাত্র দেশের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ও জনগণের কাজে। বাস্তবে আমি অনুধাবনকরেছি, দেশের ও দেশের জনগণের সেবা করতে গিয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে করতে হবে তা সঠিক নয়। রাজনীতিতে না জড়িয়েও জনগণের এবং দেশের সেবা করা যায়। তিনি বলেন, আমি নির্বাচনের আগেও দেশের জনগণ এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। ৮ম জাতীয় সংসদের মেয়াদ কাল থেকে এখন পর্যন্ত জনগণ ও দেশের সেবায় জড়িত আছি। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আমার সারা জীবনের সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করেছে। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো রাজনীতি করবো না। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবো না। এমএ হাসেম বলেন, বিএনপির মনোনয়ন পেয়ে নোয়াখালী-২ আসন থেকে আমি এমপি নির্বাচিত হই। নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। আমি একজন শিল্প উদ্যোক্তা। সে লক্ষ্যে আমার ব্যক্তিগত উদ্যোগে নিজ নির্বাচনী এলাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য স্কুল-কলেজ, মাদরাসা, ছোটখাটো রাস্তাঘাট ও কালভার্টে অনুদান দিয়ে সহযোগিতা করেছি। দেশের বেকার সমস্যা সমাধানে আমি এক বড় ভূমিকা রেখেছি বলে আমার বিশ্বাস। নিজের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকার অসংখ্য লোকের কর্মসংস্থান আমার বিভিন্ন কল-কারখানায় হয়েছে। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে আমি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও জোরালো ভূমিকা রেখেছি। আমি শিল্প উদ্যোক্তা হিসেবে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তা করি। জনগণের দুঃখ-দুর্দশায় সবসময় তাদের পাশে থেকে নিজেকে উৎসর্গ করেছি। এমন অবস্থায় আমি বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। এতদিন আপনাদের সাহচার্যের কথা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো।

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Blog Archive

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates