আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ
বৃহস্পতিবার আইসিসির ওয়েব সাইটে বিষয়টি নিশ্চিত করেছে। এই খবরটি যখন শোনা গেল, মুস্তাফিজ তখন নিউজিল্যান্ড সফরে কিউই একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত।
আইসিসি মূলত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত মুস্তাফিজের পারফরম্যান্স বিবেচনা করেছে। এই সময়ে কাটার মাস্টার মাত্র তিনটি ওয়ানডেতে নিয়েছিলেন ৮টি উইকেট। এছাড়া ১০টি টি-টুয়েন্টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন। তাতেই বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে ‘দ্য ফিজ’-কে বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
এখন পর্যন্ত দেশের জার্সি জড়িয়ে ৯ ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এদিকে টি-টুয়েন্টিতে ১৩ ম্যাচে নিয়েছেন ২২টি উইকেট। রঙিন পোশাকে নিয়মিত হলেও টেস্টে তার উল্টোটা ‘দ্য ফিজ’। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দেড় বছরে অবশ্য টেস্টে নিয়মিত নন তিনি। ইনজুরি ও ফিটনেস ঠিক রাখতেই তাকে এ ফরম্যাটে থেকে দূরে রেখেছে বিসিবি। সাদা পোশাকে মাত্র দুই ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
এর আগে ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন তিনি।
সিআর/এটি


0 comments:
Post a Comment