শাহরুখের প্রেমে লায়লা সানি!
শাহরুখের নতুন ছবি ‘রইস’-এ আইটেম নাচে থাকবেন সানি লিয়ন এমন খবর আগেই শোনা গেছে। তবে যেদিন থেকে রইসের ট্রেলারে এক ঝলক দেখা গেছে লায়লা সেজে সানিরস, সেদিন থেকেই গোটা ইন্টারনেটে তুমুল হৈ চৈ। সানিকে লায়লা বেশে দেখার জন্য অধীর অপেক্ষায় সবাই!
শেষমেশ মুক্তি পেলো সানি-শাহরুখের লায়লা! কুরবানি ছবির সেই গানকে একেবারে নতুন কায়দায় ‘রইস’-এ নিয়ে এসেছেন শাহরুখ খান। সঙ্গে সানি লিয়নের ম্যাজিক।
আগে আমির খান, আর এবার শাহরুখ খান। সানি লিয়নের প্রশংসায় সবাই পঞ্চমুখ। আমির খান সানিকে প্রশংসা করেছিলেন সবার সামনে, সংবাদ মাধ্যমে, আর শাহরুখ প্রশংসার জন্য বেছে নিলেন টুইটারকে।
শাহরুখের নতুন ছবি রইসের ট্রেলারে সানি লিয়ন নিজেকে দেখে একেবারে আপ্লুত। তাই নিজের আনন্দ আর ধরে রাখতে না পেরে টুইটারে শাহরুখ খান ও ছবির পরিচালককে ধন্যবাদ জানালেন।
সানি লিয়ন তার টুইটারে লিখলেন, শাহরুখের জন্যই নাকি তার জীবন বদলে যাচ্ছে!
ট্যুইট দেখা মাত্রই শাহরুখনও উত্তর দিতে দেরি করনেনি। শাহরুখ লিখলেন, তুমি সুন্দরী! আর তোমার জন্যই রইস আরো বেশি রইস হলো!
মানবকণ্ঠ/এসএস - See more at: http://www.manobkantha.com/2016/12/21/178733.php#sthash.J2Yb6t8r.dpuf
শেষমেশ মুক্তি পেলো সানি-শাহরুখের লায়লা! কুরবানি ছবির সেই গানকে একেবারে নতুন কায়দায় ‘রইস’-এ নিয়ে এসেছেন শাহরুখ খান। সঙ্গে সানি লিয়নের ম্যাজিক।
আগে আমির খান, আর এবার শাহরুখ খান। সানি লিয়নের প্রশংসায় সবাই পঞ্চমুখ। আমির খান সানিকে প্রশংসা করেছিলেন সবার সামনে, সংবাদ মাধ্যমে, আর শাহরুখ প্রশংসার জন্য বেছে নিলেন টুইটারকে।
শাহরুখের নতুন ছবি রইসের ট্রেলারে সানি লিয়ন নিজেকে দেখে একেবারে আপ্লুত। তাই নিজের আনন্দ আর ধরে রাখতে না পেরে টুইটারে শাহরুখ খান ও ছবির পরিচালককে ধন্যবাদ জানালেন।
সানি লিয়ন তার টুইটারে লিখলেন, শাহরুখের জন্যই নাকি তার জীবন বদলে যাচ্ছে!
ট্যুইট দেখা মাত্রই শাহরুখনও উত্তর দিতে দেরি করনেনি। শাহরুখ লিখলেন, তুমি সুন্দরী! আর তোমার জন্যই রইস আরো বেশি রইস হলো!
মানবকণ্ঠ/এসএস - See more at: http://www.manobkantha.com/2016/12/21/178733.php#sthash.J2Yb6t8r.dpuf


0 comments:
Post a Comment