ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সংসারজীবন বেশ সুখের বলেই সবার জানা। তবে এখন ভালো যাচ্ছে না তাদের সম্পর্ক। সম্প্রতি অভিষেক তার হোম প্রোডাকশন থেকে বাদ দিয়ে দিয়েছেন ঐশ্বর্যকে। খুব শিগগিরই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লেফটি’ ছবির কাজ শুরু করবেন অভিষেক। প্রভুদেবার পরিচালনায় এই থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায়
অভিনয় করবেন অভিষেক। অনেকেই ভেবেছিলেন, অনেক দিন পর অভিষেক-ঐশ্বর্য জুটিকে ফের দেখা যাবে পর্দায়। কিন্তু না! ঐশ্বর্য নন। বরং আরো কম বয়েসের নায়িকা খুঁজছেন অভিষেক। নতুন মুখের খোঁজ করতে টিমকে নির্দেশ দিয়েছেন তিনি। অভিষেকের মতে, নায়িকার চরিত্রটির জন্য ঐশ্বর্য উপযুক্ত নন। তিনি অতিরিক্ত ম্যাচিওর।


0 comments:
Post a Comment